পুলিশের ভয়ে একপ্রকার বাধ্য হয়ে আত্মসমর্পন করল মবসীর।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- প্রায় তিন মাস পালিয়ে থাকার পর কৈলাসহর জেলের কয়েদি মবসীর আলী মঙ্গলবার দুপুরে কৈলাসহর থানায় আত্মসমর্পণ করে। এন.ডি.পি.এস মামলায় কৈলাসহরের ইরানি থানা গত 19 ফেব্রুয়ারি মবসীর আলীকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর দিন থেকেই মবসীর কৈলাসহর জেলে ছিল। গত দুসরা এপ্রিল মবসীর আলীকে কৈলাসহর কোর্টে হাজির হবার তারিখ ছিল। সেই অনুযায়ী পুলিশ দুসরা এপ্রিল মবসীর আলীকে কৈলাসহর জেল থেকে সকাল 10 টায় কৈলাসহর কোর্টে নিয়ে বিকেলে যখন কোর্ট থেকে জেলে আনে ঠিক তখনই জেলের গেইট থেকে মবসীর একটি বাইকে উঠে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পুলিশ মবসীর আলীকে পায়নি। দীর্ঘ তিন মাস অর্থাৎ প্রায় 90 দিন পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিল মবসীর। প্রায় এক প্রকার বাধ্য হয়ে মবসীর মঙ্গলবার দুপুরে কৈলাসহর থানায় এসে আত্মসমর্পণ করে। পুলিশ সঙ্গে সঙ্গে মবসীরকে গ্রেপ্তার করে বিকেলে কৈলাসহর আদালতে তোলে। কৈলাসহরের SDPO চন্দন সাহা জানান, পুলিশের ভয়ে একপ্রকার বাধ্য হয়ে মবসীর আলী আত্মসমর্পন করে।

Post a Comment

0 Comments