নিজ বাড়ি থেকে অপহৃতা নাবালিকা।




IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- নিজ বাড়ি থেকে অপহৃতা নাবালিকা। থানায় মামলা হলেও অপহৃতা নাবালিকাকে উদ্ধারে ব্যর্থ পুলিশ। নিজ নাবালিকা কন্যা উদ্ধারের সাহায্য চেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ  অসহায় পিতা মাতা। ঘটনা কৈলাশহর মহকুমার গৌরনগর  ব্লকের পূর্ব ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতে।
কৈলাশহর পূর্ব ইয়াজ খাওরা গ্রামের বাসিন্দা কালীপদ দেব (৬০)নিজ বাড়িতে দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। ২৬ জানুয়ারি কালিপদ দেবের স্ত্রী সন্ধ্যায় গরু আনতে যায় তখন বাড়িতে কালীপদ দেবের মেয়ে সম্পা রানী দেব (১৭)বাসায় একা ছিল। মা গরু নিয়ে বাসায় ফিরে এসে দেখে মেয়ে সম্পা ঘরে নেই। সাথে সাথে তার বাবা কালীপদ দেবকে খবর দেন। প্রাথমিক খুজাখুজির পর কোন সন্ধান না পেয়ে ইরানি থানায় জিডি এন্ট্রি করে। পরবর্তী সময়ে এলাকাবাসীসহ অনেক খোঁজাখুঁজির পর কালীপদ দেব জানতে পারে যে ২৬ জানুয়ারি সন্ধ্যায় একটি সাদা অলটো গাড়ি করে সম্পা দেবীকে বলপূর্বক অপহরণ করে নেওয়া হয়েছে। এবং এর সাথে ১) অক্সয় দেব (অসিত) ২) লিটন দেব ৩) টিংকু মিশ্র ৪) সীতা রানী দেব জড়িত রয়েছে।
পরবর্তী সময় কালীপদ দেব এই চারজনের নাম নিয়ে ইরানি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলা নথিভুক্ত  করে তদন্ত করে লিটন দেব সহ অপর একজনকে গ্রেফতার করে। কিন্তু সাত দিন অতিক্রান্ত হওয়ার পরও ইরানি থানা নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। যদিও পুলিশের বক্তব্য তদন্ত চলছে খুব দ্রুত নাবালিকাকে উদ্ধার করে দোষীদের গ্রেপ্তার করবে পুলিশ। তবে পুলিশের মন্তব্যে সন্তুষ্ট হতে পারছেন না অপহৃতা নাবালিকার পিতা ও মাতা।

Post a Comment

0 Comments