IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল সকাল সাড়ে ৬ টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানার পুলিসের কাছে খবর আসে একটি সাদা রঙের নম্বরবিহীন গাড়ি পানিসাগর রেল স্টেশনে কিছু নেশা সামগ্রী নিয়ে গেছে ট্রেনে তুলে দেওয়ার উদ্দেশ্যে। খবর পেয়ে তড়িঘড়ি পানিসাগর রেলস্টেশনে ছুটে যায় পুলিস। পুলিস গিয়ে দেখে ৪-৫ জন যুবক ট্রেনে ব্যাগ তুলছে তখনই পুলিস তাদের ৪ জনকে আটক করতে সক্ষম হয় বাকি একজন ট্রেনে মাল নিয়ে উঠে যাওয়ার কারনে সেই সময় ট্রেন ছেড়ে দেয় আর সেই সুযোগে পালিয়ে যায় সে। বাকি চার জনকে আটক করার পর তাদের কাছ থেকে একটি ব্যাগে ৭৪ টি এস্কফ কফ সিরাপ পাওয়া যায়। বাকি মাল তারা ট্রেনে তুলে আগরতলার উদ্দেশ্যে পাঠাতে সক্ষম হয়। তাই সেই মাল আটক করা যায় নি। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে দুই জনের বাড়ী আসামের রাতাছড়াতে তাদের নাম কবির হুসেন ও জাকির হুসেন এবং পানিসাগর রৌয়া এলাকার দুইজন আয়াজ উদ্দিন ও আবদুল সত্তর। পুলিস তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাছে এবং ভারতীয় দণ্ডবিধির NDPS ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। একথা জানান থানার ওসি বিভাস রঞ্জন দাস। দিন দিন রাজ্যের রেল পরিসেবা যেন নেশা কারবারিদের আঁতুড় ঘরে পরিণত হচ্ছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও ধরা পড়ছে বিপুল পরিমাণ নেশা সামগ্রী।
0 Comments