ট্রাকের তলায় পিষ্ট হলেন এক মহিলা।


IIW : আগরতলা :- ট্রাকের তলায় পিষ্ট হলেন এক মহিলা। রবিবার সাত সকালেই এ ঘটনাটি ঘটে আগরতলা মোটরস্ট্যান্ড এলাকায়। ১৪ চাকার বিশাল ট্রাকের পেছনের চাকায় পড়ে মৃত্যু হয়েছে মহিলার। মহিলার নাম গৌরি বনিক। তিনি রাজধানীর প্রতাপগড়ের বাসিন্দা। রবিবার সকালে তিনি আইজিএম হাসপাতালে যাচ্ছিলেন। মহিলা কিডনির অসুখে ভুগছিলেন। এদিন সকালে তিনি হাসপাতালে যাচ্ছিলেন ডায়ালিসিস নিতে। হাসপাতালে যাবার পথেই NL-O1-L-5065 নম্বরের ট্রাকটি মহিলাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরি বনিকের। তাঁর দেহ পুরো থেঁতলে যায়। ঘটনার পরই পালিয়ে যায় চালক। ঘটনার খবর পেয়ে পুলিস পৌঁছায় ঘটনাস্থলে।

Post a Comment

0 Comments