IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- ছুটির সকালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো কৈলাশহরে। কৈলাশহর গোলকপুর এডিসি ভিলেজের বাংলা লাইন 2 নং ওয়ার্ডে নিজ বাড়িতে নৃশংস ভাবে হত্যা করা হলো স্বামী-স্ত্রীকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার রানা দীপ্ত দাস কৈলাশহর থানার ওসি সৌগত চাকমা সহ বিশাল টি এসএমএস আর পুলিশ বাহিনী। নিহতদের নাম সনজিৎ কুর্মী বয়স ২৫ ও তার স্ত্রী প্রতিমা কুর্মী। ফরেনসিক ডিপার্টমেন্ট ও পুলিশ কুকুর নিয়ে তল্লাশি করছে পুলিশ। প্রাথমিক তদন্তে ডাল মোহন গোয়ালার নাম উঠে এসেছে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য। মৃতদেহ গুলি দেখে প্রাথমিক ধারণা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে তাদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে।
0 Comments