IIW : শুভজিৎ দাস, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করলো আইএনপিটি। সোমবার দুপুরে তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে লড়বেন জগদীশ দেববর্মা এবং পূর্ব ত্রিপুরা আসনে লড়বেন বিজয় রাঙ্খল। পরে দলের পক্ষ থেকে তাদের প্রার্থীদের সমর্থনে জাতি উপজাতি সকল স্তরের মানুষদের সহযোগীতা চাওয়া হয়েছে।
0 Comments