দুই আসনেই প্রার্থী চূড়ান্ত পূর্বে রেবতী, পশ্চিমে প্রতিমা


IIW : শুভজিৎ দাস, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ত্রিপুরার দুই আসনেই প্রার্থী চূড়ান্ত করল বিজেপি। পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন দলের সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক। পূর্ব ত্রিপুরা আসনে রেবতী ত্রিপুরা।
আইপিএফটি’কে কোন আসনে প্রার্থীপদ ছাড়া হবে না এটা সিদ্ধান্ত হয়েগেছে। দ্বিতীয় দফায় যীষ্ণু দেববার্মার সাথে আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ১৬-১৭ই মার্চ দুদিনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক আহবান করে দল। সেখানেই সিদ্ধান্ত হওয়ার কথা বিজেপিকে সমর্থন জানাবে নাকি দুই আসনেই একা লড়াই করবে আইপিএফটি। তবে তার আগেই বিজেপি দুই আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে বলে খবর।
শুক্রবার রাতে দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিপ্লব কুমার দেব, যীষ্ণু দেববর্মণ এবং রতন লাল নাথ। সেই বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত হয়। শনিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক। সেখানে দুই প্রার্থীর নামের পাশে সীলমোহর পড়বে।
এদিকে পশ্চিম ত্রিপুরা আসনে এবার আর প্রার্থী হওয়া হচ্ছে না বিজেপির সহসভাপতি সুবল ভৌমিকের। তিনি গতবার বিধানসভা ভোটের সময় সোনামুড়া থেকে লড়তে রাজি ছিলেন না। যেদিন বিজেপি প্রার্থী ঘোষণা করে সেদিনই তাঁকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁকে আশ্বস্ত করা হয় যে, বিধানসভাতে না জিতলেও তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করবে দল। এমনই খবর সুত্রের মারফত। কিন্তু গত এক বছর সারা রাজ্যে চষে বেড়িয়েও প্রার্থী হওয়া হল না সুবল ভৌমিকের। 
এদিকে অমিত শাহের সঙ্গে বৈঠকে আইপিএফটি’র সঙ্গে কি ধরনের সম্পর্ক হবে আগামী দিনে তা নিয়েও আলোচনা হয়। কারন আইপিএফটি সরকারের শরীক দল। এবং তারা ভোটে আলাদা লড়বেন বলে ঘোষণা দিয়েছে। সেখাত্রে আগামী দিনে আইপিএফটির সঙ্গে কি সম্পর্ক কোনদিকে গড়াবে তা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে। কারন শুক্রবার কৈলাশহরের এক জনসভাতে মেবার কুমার জমাতিয়া দুই আসনে প্রার্থী দেবার দাবি করেছেন। তা হলে, এমনও হতে পারে লোকসভা ভোটের পরই ভেঙে যেতে পারে বিজেপি-আইপিএফটি জোট। মন্ত্রিত্ব খোয়াতে পারেন এনসি এবং মেবাররা।

Post a Comment

0 Comments