IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- ইদানীংকালে কৈলাশহরে একের পর এক সামাজিক অবক্ষয় হতে চলেছে। সম্প্রতি কৈলাশহরের ইরানি থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রামের সাত বছরের এক নাবালিকা ধর্ষিত হয়েছিল তিন নাবালক ছেলের কর্তৃক। এরপর কৈলাশহর পুর পরিষদের অধীনে মূল শহর এলাকার মধ্যে কাজিরগাও এলাকার যুব সমাজ ক্লাব সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকতেন মা ও দুই মেয়ে। ১৪ বছরের বড় মেয়ে শহরের শিশু নিকেতন হাই স্কুল এর অষ্টম শ্রেণীতে পড়ে। মা ছোট মেয়েকে নিয়ে পাশের বাড়িতে বেড়াতে যায় ঠিক সেইসময়ে ঘরে একা ছিল মেয়েটি। তখনই বড় মেয়েটি ঘরের ভিতরে ফাঁসি দিয়ে মারা যায়। মা ঘরে এসে দেখে মেয়ে ঘরের ভিতরে ঝুলে রয়েছে, সঙ্গে সঙ্গে কৈলাশহর মহিলা থানায় খবর দেন, মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিছুক্ষন পর ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে তদন্ত করে। মৃত দেহকে ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মহিলা থানার ও.সি শিউলি দাস বলেন, খুব শীগ্রই আসল রহস্য বের হবে।
0 Comments