IIW : ধর্মনগর থানার অন্তর্গত হাফলং ছড়া চা বাগানের ভেতরে মুন্ডাপাড়ায় আবারও এক শিহরণ জাগানো হত্যা লীলা ঘটলো। জানা গেছে যার হত্যা হয়েছে তার নাম লাকি মুন্ডা বয়স আনুমানিক 45। গতকাল সন্ধ্যায় লাকি মুন্ডা ও তার স্বামী সঞ্জয় মুন্ডা বয়স 50 মুন্ডাপাড়ায় তার শালার বাড়িতে দেখা করতে এসেছিল। কিন্তু সে সেখানে না গিয়ে মুন্ডাপাড়া স্থিত একটি দোকানের বারান্দায় সে এবং তার স্ত্রী এসে দাঁড়ায় সেখানে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় আশপাশের গ্রামের মানুষ এসে তাদেরকে ধমক দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে তখন তারা সেখান থেকে চলে যায় কিন্তু আবারো রাত্রি দশটার সময় তারা ওই জায়গাতে আসে সেখানে আবার ঝগড়া শুরু হলে আশপাশের মানুষ তাদেরকে থামায় কিন্তু তাদেরকে কেউ চেনে না।
ভোর বেলায় গ্রামবাসীরা যখন বের হয় তখন দেখতে পায় লাকি মুন্ডা সে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে বারান্দায় এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার সারা শরীরে।
সাথে সাথে এলাকাবাসী খবর দেয় ধর্মনগর থানায়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ কুকুরও গিয়ে পৌঁছায়।
গ্রামবাসীদের কাছ থেকে রাতের সব খবর পুলিশ জানতে পারে কিন্তু তখন তার স্বামী সেখান থেকে পালিয়ে যায় পুলিশ একটি মামলা গ্রহণ করে এবং মৃতদেহ কে ধর্মনগর মহকুমা হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠায়। দীর্ঘ 6 থেকে 7 ঘণ্টা পর ধর্মনগর থানার পুলিশ জঙ্গল থেকে সঞ্জয় মুন্ডা কে গ্রেপ্তার করতে সক্ষম হয় তার প্যান্টের মধ্যে রক্তের দাগ রয়েছে পুলিশ ধারণা করছে সঞ্জয় মুন্ডা রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে আকণ্ঠ মদ পান করেছে এবং বলপূর্বক তাকে ধর্ষণ করেছে এবং দা দিয়ে তার সারা শরীরে আঘাত করে সে পালিয়ে যায়
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ একটি ঝাপসা আই কার্ড এবং একটি দা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে অবশেষে সাফল্য পেল হত্যা কান্ডের। বর্তমানে পুলিশ সঞ্জয় মুন্ডা কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সঞ্জয় মুন্ডা জানিয়েছে তার বাড়ি কলাগাছিয়া সিধাই থানার অন্তর্গত।
0 Comments