কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহার বাসভবনে সাড়া জাগানো কর্মীসভা।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার দুপুরে কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহার বাসভবনের হল ঘরে  এক কর্মীসভা করে। কর্মীসভায় বিরজিত সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, ত্রিপুরা মহিলা কংগ্রেসের সভানেত্রী জয়ধানি ত্রিপুরা সহ আরোও অন্যান্যরা। কর্মীসভায় লোকসভা ভোটের পূর্ব ত্রিপুরা আসনে দলীয় প্রার্থীকে জয়ী করার রণকৌশল তৈরি করা হবে এবং জেলার বিভিন্ন দাবি নিয়ে কংগ্রেস কিছুদিনের মধ্যে আন্দোলনে নামবে বলে জানান বিরজিত সিনহা। এছাড়া সিনহা বলেন কৈলাশহরে এয়ারপোর্টের মেরামতির যে কাজ শুরু হয়েছে তাতে অনেক দুর্নীতি হচ্ছে বলে সাওয়াল করেন।

Post a Comment

0 Comments