IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- ভোটের লক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। এরই মধ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন জমা দিলেন বর্তমান সাংসদ জিতেন্দ্র চৌধুরী, শুক্রবার। এদিন রিটার্ণিং অফিসার তথা ধলাই জেলা শাসক বিকাশ সিং এর কাছে মনোনয়ন জমা দেন জিতেন্দ্রবাবু। এদিন মনোনয়ন জমা দেবার সময় তার সঙ্গে ছিলেন সি পি এম রাজ্য সম্পাদক গৌতম দাশ, প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর, সিপিএম ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। মনোনয়ন জমা দেবার আগে প্রায় দুই হাজার কর্মী সমর্থক নিয়ে
আমবাসা বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেবার পর্বে জিতেন্দ্র চৌধুরী বলেন পূর্ব ত্রিপুরা আসনে তিনি জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত।তিনি আরো বলেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পালন করেনি।ত্রিপুরার দুটি আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জয়ী হবেন বলে জানান বামপ্রার্থী জীতেন্দ্র চৌধুরী।
0 Comments