ফিলাটেলি ক্যুইজ কৈলাসহরে: ব্যাপক সাড়া শিক্ষার্থীদের মধ্যে।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর পোস্টাল মহকুমার উদ্যোগে ফিলাটেলি ডিপোজিট একাউন্টকে জনপ্রিয় করার লক্ষ্যে ২৭ মার্চ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে  ক্যুইজ প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। শুরুতে ফিলাটেলি নিয়ে অালোচনা করেন মহকুমা ডাক পরিদর্শক অমিত কুমার ও কৈলাসহর মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার সুদীপ দেববর্মা। ক্যুইজ পরিচালনা করেন বিভাগীয় কর্মী সত্যজিৎ দত্ত। প্রতিযোগিতায় বেশ ভালো সংখ্যক ছাত্র ছাত্রী যোগ দেয়।

Post a Comment

0 Comments