IIW : আগরতলা :- লোকসভা নির্বাচনের কংগ্রেসের প্রচারে তেজি আনতে রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আগামী ২০শে মার্চ রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি। আগরতলায় এক জনসভায় কংগ্রেস সভাপতি ভাষণ দেবেন বলে জানান পিসিবি সম্পাদক ও মুখপাত্র রাহুল সাহা। রাহুল গান্ধীর এই সফরকে সাফল্য মন্ডিত করে তুলতে কংগ্রেস ভবনে আগামী ৭ মার্চ এক জরুরি সভা অনুস্টিত হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণের পৌরহিত্যে এই সভা অনুস্টিত হবে।
0 Comments