IIW : নিজস্ব প্রতিনিধি, দিনেশ পাঠক, জয়পুর :- এবার পাঠ্যবইয়ে অন্তর্গত হতে চলেছেন বীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। রাজস্থানের পাঠ্যবইয়ে তাঁর সম্পর্কিত বিশেষ অধ্যায় চালু করার প্রস্তাব এনেছেন শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোস্তারা। অভিনন্দনকে সম্মান জানাতে তাঁর বীরত্বের উপর বিশেষ একটি অধ্যায় শুরু করতে চলেছে রাজস্থানের শিক্ষা দফতর। তবে কোন শ্রেণীর পাঠ্যক্রমে এই অধ্যায় থাকবে তা জানাননি তিনি।
0 Comments