IIW : ফের বাসে বিস্ফোরণ। ঘটনাটি ঘটে জম্মু বাসস্ট্যান্ডে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পর এবার জম্মু বাসস্ট্যান্ডে। এবার সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ হয়। গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিসের এক আধিকারিক জানান, ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
0 Comments