IIW : নিজস্ব প্রতিনিধি, উদয়পুর :- শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মনের ইচ্ছা শক্তি ও সাহসিকতাকে কাজে লাগিয়ে পা দিয়ে লিখে ভালো ফলাফলের আশা নিয়ে উদয়পুর চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে মাতাবাড়ি স্কুলের ছাত্র প্রলয় দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র হিসেবে পরিচিত প্রলয়। জন্ম থেকে প্রলয়ের হাত দুইটি অকেজো তাই মনের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পা দিয়ে লিখে পড়াশোনা করে সে এখন মাধ্যমিক পরীক্ষার্থী। প্রলয় শুধু পড়াশোনা তে মেধাবী নয় পড়াশোনার পাশাপাশি অঙ্কনে রাজ্যের বিভিন্ন স্তরে অগণিত পুরস্কারে ভূষিত হয়েছে বহুবার পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী। শারীরিক প্রতিবন্ধকতা কে পেছনে ফেলে প্রলয় তার বাবা-মা ও বড় দিদির সহযোগিতা ও মনের সাহসিকতার জুড়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় এবং সমস্ত প্রতিবন্ধী ছেলে মেয়েদের সামনে একটি সাফল্যের উজ্জ্বল নক্ষত্র। প্রলয়ের এই সাফল্য ও চ্যালেঞ্জ এর ফলে অন্যান্য প্রতিবন্ধীরাও অনেকটা সাহস ও ভরসা পাবে বলে অভিমত সকলের।
0 Comments