সমীরণ খুন কাণ্ডে একজোট সব রাজনৈতিক দল।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীনে রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকার বাসিন্দা সমীরণ মালাকার কে নৃশংস ভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এই এলাকারই বাসিন্দা সুভাষ মালাকার। সমীরনের হত্যার পর পঞ্চায়েত এলাকায় সর্বদলীয় ভাবে এক সভা করে সিদ্ধান্ত হয়েছে, সমীরনের হত্যাকারী সুভাস মালাকার কে যেন প্রকৃত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ সমীরনের হত্যার পর পুলিশ সুভাষ কে গ্রেফতার করলেও পুলিশের কাছে নাকি সুভাষ আজ অবধি সমীরণকে হত্যার দায় স্বীকার করেনি। তাই এলাকার বি.জে.পি, সি.পি.আই.এম এবং কংগ্রেসের সব রাজনৈতিক দলের কর্মী ও নেতারা একটি কমিটি করে যৌথভাবে জেলার পুলিশ সুপার লাকি চৌহানের  নিকট ডেপুটেশন  প্রদান করা হবে বলে স্থির করেন।সেই মোতাবেক 7 মার্চ বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে বি জে পি, এস সি মোর্চার জেলা সম্পাদক ফুরেন্দ্র  মালাকার,সি পি আই এম দলের প্রাক্তন বিধায়ক টুনু বালা মালাকার বলেন -সমীরণ মালাকার এর স্ত্রীর সাথে সুভাষ মালাকারের অবৈধ সম্পর্ক ছিল। গত বছরের 4 মার্চ সুভাষ মালাকার সমিরনের স্ত্রীকে নিয়ে এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। এরপর প্রায় ছয় মাস পর এলাকায় পঞ্চায়েতের বৈঠক করে ঘটনার নিষ্পত্তি হয়েছিল। অবশেষে গত 17 ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টা নাগাদ বাজার থেকে বাড়ি যাবার সময় সমীরনকে হত্যা করে সুভাষ, পরেরদিন পুলিশ সুভাষ কে গ্রেফতার করে। সুভাষ বর্তমানে কৈলাশহর জেলে রয়েছে।

Post a Comment

0 Comments