IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- মারণ ব্যাধি ম্যালেরিয়ার প্রকোপে মৃত্যুর সংখ্যা শূণ্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর রাজ্য স্বাস্থ্য দফতর। সে লক্ষ্যে ধলাই জেলার বিভিন্ন দফতরের কর্তাব্যক্তিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সুদীপ রায় বর্মণ। শনিবার আমবাসার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। এদিন জেলা শাসক বিকাশ সিং, সহকারি জেলা শাসক ময়ূর রতিলাল গোবেকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক চেতন দেববর্মা সহ ব্লক আধিকারিক, মহকুমা শাসক সহ আধিকারিকরা। এদিন স্বাস্থ্য মন্ত্রী জেলার বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও বর্তমান মানব সম্পদ সম্পর্কে খোজখবর নেন। এছাড়া জেলার ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ আটকানোর বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী। পরে তিনি জানান ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কৌটায় আনা সরকারের মূল লক্ষ্য। উল্লেখ্য ২০১৮ সালে সরকারি ভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ধলাই জেলায় মৃত্যু হয়েছে ছয় জনের এবং এবছরে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এই প্রথম রাজ্যের কোন স্বাস্থ্যমন্ত্রী আগাম জেলা আধীকারিক এবং দপ্তরের সকলকে নিয়ে বৈঠক করলেন। এমন নজির দীর্ঘ বাম আমলে দেখা যায়নি এমনটাই অভিমত বিভিন্ন মহলের।
0 Comments