IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ড্রাগস মাফিয়ার বাড়িতে হানা দিয়ে ৫ যুবককে আটক করে এলাকার লোকজন। একই সাথে উদ্ধার করা হয়েছে বাইক, মোবাইল, নগদ অর্থ সহ ১০ টি ড্রাগসের কৌটো। ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। কদমতলার সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মান কুমার নাথের বাড়িতে হানা দেয় স্থানীয়রা। স্থানীয়রা ৫ নেশা কারবারিকে আটক করে। ধৃতদের নাম অভিজিৎ নাথ, বয়স ৩১, শম্ভু দাস, বয়স ২৭, রাজু নাথ, বয়স ৩১, মিঠুন নাথ, বয়স ২৫ ও রাজেশ দেব, বয়স ২৫ বছর। এরা সকলেই ধর্মনগর থানা এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। স্থানীয়রা ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মান কুমার নাথের বাড়ি থেকে এক মহিলাকেও থানায় নিয়ে আসে। জানা গেছে ড্রাগস কারবারের সাথে ঐ মহিলাও জড়িত। তবে ধৃত যুবকরা নিজেদের আগর ব্যবসায়ী বলে দাবি করেছে। স্থানিরা জানায় মান কুমার নাথের বাড়ি থেকে এক যুবক পালিয়ে গেলেও ৫ যুবককে আটক করা সম্ভব হয়েছে। কদমতলা থানার ওসি জানান ঘটনার তদন্ত চলছে।
0 Comments