কৃতি ছাত্রী স্বর্ণালির হাতে অর্থিক সাহায্য তুলে দিলো ধর্মনগর পুলিশ প্রশাসন।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :-  নিষ্ঠা ও একাগ্রতার সাথে পড়াশোনা করে এবছরের উচ্চমাধ্যমিকের কলা বিভাগে রাজ্যে প্রথম দশ কৃতিদের মধ্যে যুগ্ম ভাবে সপ্তম স্থান দখল করেছিল ধর্মনগর সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তথা ধর্মনগর দেওয়ান পাশা এলাকার এক অত্যন্ত গরিব পরিবারের মেয়ে স্বর্ণালি রায়। বাবা নৃত্য গোপাল রায় একজন অতি সাধারণ হকার্স। একনিষ্ঠতার সাথে লেখা পড়া করে এমন সফল ফলাফলে অনন্দের জোয়ার উঠেছিল গোটা ধর্মনগরে। স্বর্ণালির উজ্জ্বল ভবিষ্যতের কামনায় মঙ্গলবার ধর্মনগর পুলিশ প্রশাসনের তরফ থেকে ৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হলো তাকে। স্বর্ণালির হাতে নগত ৫০০০ টাকা তুলে দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই শুভ মুহূর্তে স্বর্ণালির সাথে উপস্থিত ছিলেন তার বাবা নৃত্য গোপাল রায় ও মা কবিতা রায়। ধর্মনগর পুলিশ প্রশাসনের এই আর্থিক সাহায্য পেয়ে স্বর্ণালি সহ তার পরিবার আনন্দিত। ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায় জানিয়েছেন আগামী দিন যেন স্বর্ণালি তার একাগ্র অধ্যয়নের মধ্য দিয়ে আরো সফলতা অর্জন করে। পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন আগামীদিন অনান্য ছাত্রছাত্রীরাও যেন স্বর্ণালির মত মনোযোগ সহকারে পড়াশোনার মধ্য দিয়ে এগিয়ে যায়। ধর্মনগর থানার প্রচেষ্টায় স্বর্ণালি রায় কে অর্থিক সাহায্য করার উদ্যোগকে পুলিশ সুপার সাধুবাদ জানান।

Post a Comment

0 Comments