অসমের হাইলাকান্দি জেলাতে জব্দ বিপুল পরিমান মূল্যবান পাথর।


IIW : নিজস্ব প্রতিনিধি, হাইলাকান্দি :- অসমের হাইলাকান্দি জেলাতে জব্দ বিপুল পরিমান মূল্যবান পাথর। হাইলাকান্দি জেলার আয়নাখাল থেকে আসাম রাইফেল ও আসাম পুলিশের যৌথ অভিযানে জব্দ মূল্যবান পাথর। জব্দকৃত পাথর কাচা হীরে (unpolished diamond) বলে সন্দেহ স্থানীয় লোকের । প্ৰায় ১ কিলো ৬০০ গ্ৰাম ওজনের এই পাথরের সঙ্গে আটক এল মানিয়া ছাংমা ও এল মিনতি ছাংমা নামের দুই মহিলা। বৰ্তমানে দুজন মহিলাকেই ম্যারাথন জেরা অব্যাহত রেখেছে পুলিশ। বিশেষ সুত্রের মতে হিরার আনুমানিক মুল্য কয়েক কোটি টাকা। যদিও পুলিশ এ বিষয়ে রহস্যজনক কারনে মুখ খুলতে চাইছে না।

Post a Comment

0 Comments