IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমা জুড়ে নয় তারিখ থেকে আই পি এফ টি ও জনজাতি দের মিশ্র সংগঠনের ডাকে বনধ এর কারনে সংঘটিত অগ্নি তাণ্ডবের ফলে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। গোটা কাঞ্চনপুরে ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে আনন্দবাজারে বাঙালি অংশের ব্যবসায়ী ও স্থানীয় লোকদের দোকানপাট, বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকা অনির্দিষ্টকালের বনধ এর ৭ টি দাবির মধ্যে আজ কাঞ্চনপুর পেট্রোল পাম্প স্থিত মোটর স্ট্যান্ডে প্রশাসন এবং কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের যৌথ বৈঠকে পাঁচটি দাবি মেনে নেওয়ায়, অনির্দিষ্টকালের জন্য ডাকা বনধ এর প্রত্যাহার হয় এবং ২ টি দাবি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবেন বলে জানান কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। জানা যায় যে প্রশাসনের পক্ষ থেকে ২৫ দিনের মধ্যে পাঁচটি দাবি পূরণ করা হবে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য এবং নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রঞ্জিত নাথ, বিকাশ দাস।
0 Comments