IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট :- রাজ্যে তেল মাফিয়াদের দৌরাত্ব ক্রমেই বেড়ে চলেছে। আর এই মাফিয়াদের দৌরাত্ব ঠেকাতে প্রায়শই অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযানে নেমে সাফল্যও কম-বেশি অর্জন করছে রাজ্য পুলিশ। অবশ্য অনেক সময় প্রণামীর বিনিময়ে এই ধরনের অবৈধ গাড়িগুলি আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে থাকে একাংশ পুলিশের বিরুদ্ধে। আর এর ফলেই পুনরায় বুক চিতিয়ে অবৈধ তেলের ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয় তেল মাফিয়ারা। উল্লেখ্য ধর্মনগর থেকে অবৈধভাবে ডিজেল নিয়ে কমলপুর যাবার পথে একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ফটিকরায়ের তারাপুর এলাকা থেকে TR-04A-1803 নম্বরের একটি বলেরো পিকআপ গাড়ি আটক করে পুলিশ। গাড়ীতে থাকা ৮০০ লিটার ডিজেলের বৈধ কোন কাগজপত্র না দেখানোর কারণে চালক সমেত ডিজেল বোঝাই গাড়িকে থানায় নিয়ে আসা হয়। আটককৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে। অবৈধভাবে তেল পাচারে এখনো অধরা রাঘব বোয়াল তেল মাফিয়ারা। আর এই রাঘব বোয়ালদের দৌলতেই এখনো পর্যন্ত অবৈধভাবে তেলের রমরমা ব্যবসা চলছে ফটিকরায় কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। তাছাড়া পাশ্ববর্তী রাজ্য অসম থেকে কদমতলা, চুরাইবাড়ি সীমান্ত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে পুলিশকে ম্যানেজ করে জ্বালানি তেল প্রবেশ করারও অভিযোগ রয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজরদারি যেন সঠিকভাবে চালায় পুলিশ সেই ব্যাপারেও জোরালো দাবি উঠছে।
0 Comments