নাবালিকাকে অপহরণ করে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- মৃত নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালো বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ মহিলা মোর্চার সদস্যারা। শনিবার মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলতে কল্যাণপুর থানার অন্তর্গত ঘনিয়ামারা ছুটে যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। মা সহ আত্মীয় পরিজনদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। সমস্ত বিষয়ে অবগত হন তিনি। মেয়ের মা সবিতা চৌধুরী জানান গত দুই মাস আগে কালিপুজার পর দিন শান্তিরবাজার আর কে গঞ্জ এলাকার অজয় রুদ্রপাল তার মেয়েকে কিছু না বলে নিয়ে যায়। এই বিষয়ে পুলিশকে না বলার জন্য হুমিকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত গত ২৮ ডিসেম্বর মেয়ের বিয়ে ঠিক করে ছেলের বাড়ির সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা। তারা ৫০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। তবে মেয়ের বাড়ির পক্ষ থেকে শুক্রবার ছেলেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগ এর পরেই নাবালিকার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাবালিকাকে জিবিতে আনা হলে শনিবার মৃত্যু হয় । জিবিতেই ক্ষোভে ফেটে পড়ে নাবালিকার পরিবারের সদস্যরা। ছেলে ও তার মাকে ব্যাপক মারধোর করা হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার তিব্র নিন্দা জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। দোসিকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। কোন ভাবেই দোষীদের সঙ্গে আপোশ করা হবে না। সঠিক বিচার পায় পরিবারটি তার জন্য পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এদিকে থানায় মামলা দায়ের করা হয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments