ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজীর জন্মদিনে পোলিও টিকা নিয়ে শহীদ হলো তিন মাসের শিশু।

IIW : নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি :- পোলিও টিকা খেয়ে প্রাণ গেল এক তিন মাসের শিশুর। গতকাল গভীর রাতের এই মর্মান্তিক ঘটনায় আসামের কাঠালতলী থানা এলাকার বড়পুতনি গ্রামের জংলিবস্তি এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল ওই এলাকাতে সরকারি পোলিও টিকাকরণ অনুষ্ঠান হয়েছিল। এলাকার সকল শিশুরাই পোলিও টিকা গ্রহণ করে। সকালবেলা টিকা নেওয়ার পর রাত বারোটার পর থেকে সঞ্জু ভূমিজ(৩ মাস) নামে এক শিশুর পেটে ব্যাথা শুরু হয়। সে ব্যাথা অনুভব করে এবং প্রচন্ড কান্না শুরু করে। তারপর সে একবার বমিও করে। তখন কোনো উপায় না পেয়ে শিশুটির মা তার পেটে ও সমস্ত শরীরে তেল মালিশ করে দেয়। ততক্ষনে রাত দুটা তিরিশ মিনিট।তখন চিকিৎসকের শরণাপন্ন না হয়ে সকাল বেলায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে বলে রাত কাটিয়ে দেয় ঐ শিশুটির পিতা চন্দন ভুমিজ। সকালে স্থানীয় চিকিৎসক ও লোকজন ছুটে এসে দেখেন শিশুটি মারা গেছে। এই কথা চাউর হতেই তার মা ও পরিবারের অন্যান্য লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন পাথারকান্দি সার্কেল অফিসার ও বাজারীছড়া থানার পুলিশ বাহিনী। মৃত শিশুটিকে করিমগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের পর তাকে পুনরায় পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পরিবারের লোকজন।

Post a Comment

0 Comments