IIW : নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট :- আত্মহত্যার পথ বেছে নিয়েছে অনকিতা নাথ নামে ১৫ বছরের এক নাবালিকা। মৃত অনকিতার বাড়ি কুমারঘাটের রতিয়া বাড়ি এলাকায়। অনকিতার বাবার নাম বিভাস নাথ। শনিবার ভোর বেলায় অনকিতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। কি কারনে এই আত্মহত্যা সেই বিষয়ে এখনো কিছু জানতে পারে নি পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে পুলিশ।
0 Comments