গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ভাঙচুর গাড়ি।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- গাঁজা বিরোধী অভিযানে গিয়ে গ্রামবাসীর রোষানলে মেলাঘর থানার পুলিশ। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। প্রানে রক্ষা পেতে স্থানীয় ফাঁড়িতে আশ্রয় নেয় পুলিশ কর্মীরা। ঘটনা উওর তৈবান্দালের নেওরামুড়ায়। গ্রামবাসীরা দা হাতে লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। ঘটনাটিকে কেন্দ্র করে উওপ্ত গোটা এলাকা।

Post a Comment

0 Comments