IIW : ওয়েব ডেস্ক : - এলাকাবাসীর প্রবল চাপে পরে বৃহস্পতিবার সন্ধায় ধর্মনগর মহেশ স্মৃতি রোড স্থিত সরকারি লাইসেন্স প্রাপ্ত বিলাতী মদের দোকান (রাজবাড়ী এফ এল সোপ -৩) এর সম্মুখ থেকে ৬ জন মদ সেবনকারীদের আটক করলো ধর্মনগর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ প্রায় দীর্ঘদিনযাবত সন্ধ্যা হতে না হতেই মদ সেবনের আখরায় পরিনত হয় মহেশ স্মৃতি রোডের এলাকাটি। অভিযোগ এই মদের দোকান এফ এল সোপ ৩ এর মালিক প্রমোদ কানু নিজেই মদ সেবনকারীদের জন্য দোকান এর সামনে মদ পান করবার ব্যবস্থা করে দিয়েছেন বার্তি মুনাফা কামানোর জন্য, ধর্মনগর থানার পুলিশ থেকে শুরু করে আবগারি দপ্তর সবাই এই মুনাফার এক অংশ পেয়ে থাকে বলেও খবর পাওয়া গেছে। সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান সরকার কে কর দিয়ে সরকারি গাইডলান মেনে মদ বিক্রি করবে এটা স্বাভাবিক, কিন্তু মহেশ স্মৃতি রোডের মদের দোকান যে রয়েছে, সেখানটার পরিস্থিতি সম্পুর্নটা অন্য নমুনার, বলা চলে এই দোকানের মালিক এই এলাকাটাকে অঘোষিত বার এ পরিনত করেছে। মদ সেবনকারীদের মধ্যে মারপিট তো এই এলাকায় যেমন নিত্য দিনের ঘটনা, সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় এই অঘোষিত বার চলে রাত ১২টা পর্যন্ত।
শহরের প্রান কেন্দ্রে এমন ঘটনা কিন্তু আবগারি দপ্তর শীত ঘুমে, আজ পর্যন্ত আবগারি দপ্তর থেকে কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায় নি। মুখ্যমন্ত্রি বিপ্লব কুমার দেব ,যেখানে নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য দিন রাত এক করছেন সেখানে এই মদের দোকানের মালিক থানা এবং আবগারি দপ্তর কে মেনেজ করে অঘোষিত বার চাল্লাছে কি ভাবে? এই মদের দোকানের জালায় অতিষ্ট এলাকাবাসীরা আগেও জেলা শাসক থেকে শুরু করে এক মন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছিলেন বলে খবর রয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার এলাকাবাসীর প্রবল চাপে পরে পুলিশ মহেশ স্মৃতি রোড এলাকায় অভিযান চালায় এবং ৬ জন মদসেবনকারিদের কে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে এই মদের দোকানের মালিক কে ইতিমধ্যেই সতর্ক করা হবে, যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শহরের প্রান কেন্দ্রে এমন ঘটনা কিন্তু আবগারি দপ্তর শীত ঘুমে, আজ পর্যন্ত আবগারি দপ্তর থেকে কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায় নি। মুখ্যমন্ত্রি বিপ্লব কুমার দেব ,যেখানে নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য দিন রাত এক করছেন সেখানে এই মদের দোকানের মালিক থানা এবং আবগারি দপ্তর কে মেনেজ করে অঘোষিত বার চাল্লাছে কি ভাবে? এই মদের দোকানের জালায় অতিষ্ট এলাকাবাসীরা আগেও জেলা শাসক থেকে শুরু করে এক মন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছিলেন বলে খবর রয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার এলাকাবাসীর প্রবল চাপে পরে পুলিশ মহেশ স্মৃতি রোড এলাকায় অভিযান চালায় এবং ৬ জন মদসেবনকারিদের কে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে এই মদের দোকানের মালিক কে ইতিমধ্যেই সতর্ক করা হবে, যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
0 Comments