IIW : নিজস্ব প্রতিনিধি, কদমতলা :- দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র দ্বারা আয়োজিত কৃষি বিজ্ঞান মেলায় ভারতবর্ষের মোট ৩৯ জন কৃষককে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। তার মধ্যে কদমতলা কৃষি মহাকুমার অন্তর্গত চান্দপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস ও রয়েছেন। তিনি জৈবিক পদ্ধতির চাষাবাদ কে গুরুত্ব দিয়েছেন এবং এলাকার কৃষকদের তিনি উৎসাহিত করেছেন।
তার স্বল্প জায়গার মধ্যে চাষবাসের পাশাপাশি গো পালন ও মৎস্য চাষ ও তিনি করছেন। তার পাশাপাশি নার্সারির মাধ্যমে বিভিন্ন ঔষধি গাছের চারা ও মিলছে তার কাছে। বিশ্বজিৎ দাস রাজ্যের সেরা কৃষক। তার প্রয়াস সফল হয়েছে। কৃষি কাজ করে নিজেও তিনি স্বনির্ভর। তিনি হলেন রাজ্যের কৃষকদের রোলমডেল। তার এই সাফল্যে উৎসাহিত কৃষক মহল।
তার স্বল্প জায়গার মধ্যে চাষবাসের পাশাপাশি গো পালন ও মৎস্য চাষ ও তিনি করছেন। তার পাশাপাশি নার্সারির মাধ্যমে বিভিন্ন ঔষধি গাছের চারা ও মিলছে তার কাছে। বিশ্বজিৎ দাস রাজ্যের সেরা কৃষক। তার প্রয়াস সফল হয়েছে। কৃষি কাজ করে নিজেও তিনি স্বনির্ভর। তিনি হলেন রাজ্যের কৃষকদের রোলমডেল। তার এই সাফল্যে উৎসাহিত কৃষক মহল।
0 Comments