আবারো গোপন সংবাদের ভিত্তিতে বড়োসড়ো সাফল্য পেলো চুড়াইবাড়ি থানার পুলিশ।

IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- আবারো গোপন সংবাদের ভিত্তিতে বড়োসড়ো সাফল্য পেলো চুড়াইবাড়ি থানার পুলিশ। প্রচুর পরিমাণ গাঁজা সহ আটক এক ব্যক্তি। ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুর বারোটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে বেরিয়ে যাওয়ার পথে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে গাড়িটি আটক করা হয়। আজকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর। ত্রিপুরা থেকে TR03-1567 নম্বরের একটি তেলের ট্যাংকার গাড়ি আসামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখন ওই গোপন সূত্রের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে 26 প্যাকেট গাঁজা জব্দ করে পুলিশ। তিনশো পনেরো কেজি গাঁজার বাজার মূল্য পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে আটক করা হয় লরি চালক অভিজিৎ সরকার (২৯) কে। তার বাড়ি পশ্চিম জেলার তেলিয়ামুড়া থানা এলাকার তৃষাবাড়িতে। এই নিয়ে পরপর নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ। অপরদিকে, ধৃতের বিরুদ্ধে থানায় একটি মামলা নেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আগামীকাল তাকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

Post a Comment

0 Comments