IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চুড়াইবাড়ি এলাকায়। ঘটনা আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে চুড়াইবাড়ি এস টি পাড়া সংলগ্ন এলাকায়। অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা আজ দুপুর দুইটা নাগাদ। প্রথমে ঐ মহিলার পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় মহিলার নাম মালতি মুন্ডা (৫০) বাড়ি বিশালগড়ের কোনারবনে। দীর্ঘ দুই বছর যাবত চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী পঞ্চায়েতের খাদিমপাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অনিল রুদ্ধপাল (৬০) পেশায় কাঠমিস্ত্রি তার বাড়িতে থাকত ওই মহিলা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চুড়াইবাড়ি থানার এসআই বিনোদ দেববর্মা ও এসআই বিষ্ণুপদ ঘোষ সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এসআই বিনোদ দেববর্মা জানান মৃত ঐ মহিলা গতকাল হোলির দিন প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল, এমনকি আজও ঘটনাস্থলের আশপাশের লোকজনদের কাছ থেকে খবর পাওয়া যায় মহিলা মদমত্ত অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা প্রচন্ড মদ্যপানের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। বর্তমানে মৃত মহিলাকে কদমতলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
0 Comments