স্বাধীনতা দিবসের প্যারেড গ্রাউন্ডের মহিলা গাড়িচালক তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল অঞ্জু সিনহার অকাল মৃত্যু। শোক সর্বত্রই।

IIW : ওয়েব ডেস্ক :- স্বাধীনতা দিবসে ধর্মনগর বিবিআই ময়দানে বিধানসভার উপাধ্যক্ষের গাড়ি চালক তথা ত্রিপুরা পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল অঞ্জু সিনহার গতকাল রাতে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। মুলত ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসমের গৌহাটি তে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন সেখানে চিকিৎসার পরও শারীরিক কোনো উন্নতি হয়নি বরং গত দুদিন আগে তিনি কোমায় চলে যান। অবশেষে মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই করে গতকাল রাত ১১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই শোকের খবর ছড়িয়ে পড়তেই কৈলাশহরস্থিত অঞ্জু সিনহার বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তাছাড়াও পুলিশ মহলে তার অনুপস্থিতির প্রভাব পড়ে। জানা যায়, একজন দক্ষ মহিলা কনস্টেবল হিসাবে তিনি কর্তব্য পালন করতেন। তাছাড়াও নিজেকে একজন দক্ষ গাড়ি চালক হিসেবেও বারবার প্রমাণ করেছেন অঞ্জু। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ধর্মনগরের বিবি আই ময়দানে মন্ত্রী ও উপাধ্যক্ষের গাড়ির চালক হিসেবে একাধিকবার কাজ করেছেন তিনি। সম্মান কুড়িয়েছেন অনেক। এককথায় উনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ঊনকোটি ও উত্তর জেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। 

Post a Comment

0 Comments