IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজ্যের মুখ্যমন্ত্রীর বহু আবেদন-নিবেদনের পরও ডাক্তার এবং নার্স দম্পতিকে বাড়ি থেকে বের করে দিলেন বাড়ির মালিক। এই সংকটকালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত এক দম্পতিকে তার বাড়ির মালিক এবং এলাকার লোকজন ভাড়া বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে, বাধা সৃষ্টি করছে। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার ইন্দ্রনগরস্হিত সঞ্জয় দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন ডাঃ অজিত দেবনাথ এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা দাস। বৃহস্পতিবার করোনা ভাইরাসের ভয়ে বাড়ির মালিক সঞ্জয় দেবনাথ তাদের ভাড়া বাড়িতে ঢুকতে দেয়নি। বাড়ির মালিক এবং অন্যান্য লোকজন এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিলেন বলে খবর। সারা দেশে যে ভাবে ডাক্তার এবং নার্সরা নিজের জীবনের ঝুকি নিয়ে যুদ্ধ করে যাচ্ছে মহামারী ভাইরাস করোনার সঙ্গে। সেই জায়গায় কিছু আপাদমস্তক মানুষ তাদের সাথে দুর্ব্যবহার করছে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নজরে আনা হয়েছে বলে সূত্রের খবর। অতিসত্বর বাড়ির মালিক সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments