IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগরে পুলিশের উপর আক্রমণের চেষ্টা করলো লক ডাউন অমান্যকারি রা। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের সোনারেরবাসার বনগাঁও এলাকায়। বিগত কিছু দিন যাবত আর্থাৎ লক ডাউনের পর থেকে ধর্মনগরের সোনারেরবাসা বনগাঁও এলাকার স্থানীয় যুবকরা প্রতিদিন বিকেলে এলাকারই ধানক্ষেতে জমায়েত হয়ে ক্রিকেট খেলায় মেতে উঠছে। এভাবে প্রতিদিন বিকেলে লক ডাউনের নির্দেশকে অমান্য করে ক্রিকেট খেলার কথা ধর্মনগর থানায় জানানো হলে শনিবার বিকেলে সোনারেরবাসায় ছুটে যায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ লক ডাউন অমান্যকারি যুবকদের সাথে কথা বলতে এগোলেই স্থানীয় বেশ কিছু যুবক লাটি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ কর্মীরা কিছুটা পিছু হটতে বাধ্য হয়।নিমিশের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যাপক সংখ্যক পুলিশ কর্মী। শুরু হয় এলাকার ঘরে ঘরে তল্লাশি।
যদিও আক্রমণে চেষ্টাকারী কোনো যুবককেই বাড়ি ঘরে খুঁজে পাওয়া যায় নি। তবে সাব ইন্সপেক্টর রতন রবি দাস জানিয়েছেন, পুলিশ স্থানীয় মানুষদের সহায়তায় আইন অমান্যকারি ও পুলিশের উপর আক্রমণের চেষ্টা কারিদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে। তবে দেশের এই কঠিন পরিস্থিতিতে আইন রক্ষা কারিদের উপর আইন অমান্য করে আক্রমণের চেষ্টা কারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
যদিও আক্রমণে চেষ্টাকারী কোনো যুবককেই বাড়ি ঘরে খুঁজে পাওয়া যায় নি। তবে সাব ইন্সপেক্টর রতন রবি দাস জানিয়েছেন, পুলিশ স্থানীয় মানুষদের সহায়তায় আইন অমান্যকারি ও পুলিশের উপর আক্রমণের চেষ্টা কারিদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে। তবে দেশের এই কঠিন পরিস্থিতিতে আইন রক্ষা কারিদের উপর আইন অমান্য করে আক্রমণের চেষ্টা কারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
0 Comments