সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- সমগ্র বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ এক প্রকার দিশেহারা। ভারতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যদিও ত্রিপুরা রাজ্যে এখনো করোনা ভাইরাসে কোন আক্রান্তকে পাওয়া যায়নি। কিন্তু একাংশ লোক আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সতর্ক করার পরও তা বন্ধ করা যাচ্ছে না। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল এক যুবককে। ধৃত যুবকের নাম অভিষেক ধর। তার বাড়ি রাজধানীর বাধারঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এইদিন ধৃত অভিষেক ধর নিজের ফেসবুকে পোস্ট করে যে এডিনগর থানা এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত এক জনকে পাওয়া গেছে। সহসাই সংবাদ মাধ্যমে তা প্রচার করা হবে। ধৃত অভিষেক ধর ফেসবুকে তা পোস্ট করার পর সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারন মানুষ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এডিনগর থানায় ফোন করে। তখন এডিনগর থানার পুলিস ঘটনার তদন্তে নামে। তদন্তক্রমে অভিষেক ধরকে আটক করে। ধৃত অভিষেক ধর পুলিশের নিকট স্বীকার করেছে যে সে নিজেই নিজের ফেসবুকে এই পোস্ট দিয়েছিল। তবে কেন সে এই পোস্ট দিয়েছে এই বিষয়ে পুলিশকে কোন কিছু জানায় নি সে। এডিনগর থানার পুলিশ জানিয়েছে যে ধৃত অভিষেক ধরের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments