ব্রাউন সুগার সহ এলাকার জনতার হাতে ধরা পরল কুখ্যাত নেশা কারবারি।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য, ধর্মনগর :- করোনা ভাইরাসের আতঙ্কে গোটা রাজ্য বাসী আতঙ্কিত, কিন্তু নেশা কারবারিদের মধ্যে নেই কোন ভয়। বরং করোনা আতঙ্কের মধ্যেও নেশা কারবারিরা তাদের অবৈধ বানিজ্য ঠিক চালিয়ে যাচ্ছে। উত্তর জেলায় লকডাউনের ফায়দা নিয়ে হেরোইন ও ব্রাউন সুগার কারবারিদের গোপন নেটওয়ার্ক চলছে বহাল তবিয়তে। বুধবার বিকালে স্থানীয় জনগন এক কুখ্যাত নেশা কারবারি কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে ধর্মনগর কামেশ্বরের লাল বাজার এলাকায়। ধৃত নেশা কারবারির নাম অভিজিৎ নাথ ওরফে শুভ, বাড়ি ধর্মনগরের পুর্ব হুরুয়াতে। এই যুবক কুখ্যাত নেশা কারবারি হিসাবে পরিচিত এলাকায়। শুভ কে স্থানীয় জনগন লালবাজার এলাকায় ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হয়, পরে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার পকেট থেকে বেরিয়ে আসে বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা। পরে স্থানীয়রা তাকে রাম ধুলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এর আগেও অভিজিৎ নাথ নেশার কারবার করতে গিয়ে বেশ কয়েক বার পুলিশের হাতে ধড়া পরেছে।
কিন্তু সে ধড়া পরবার পরেই তাকে ছারিয়ে নিয়ে গেছে তারই এক মামা, সূত্রের খবর অভিজিৎ নাথ ওরফে শুভ'র এই মামা পানিসাগরের কুখ্যত এক সমাজদ্রোহী তথা অবৈধ বানিজ্যের মাফিয়া। তার এই মামার রয়েছে বিশাল গোপন নেটওয়ার্ক, পানিসাগর থানার পুলিশ বেশ কিছু বার তার মদের গাড়ী আটক করেছিল ঠিকই, কিন্তু ইতিমধ্যে শুনা যাচ্ছে লকডাউনের কারনে সরকারি বরাদ প্রাপ্ত মদের দোকান গুলি বন্ধ থাকার কারনে পানিসাগরের এই মদ মাফিয়া রমরমা ভাবে তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। নেশা কারবারি মামার অতি আস্কারায় অভিজিৎ নাথ ওরফে শুভ এখন ধর্মনগরের কুখ্যাত নেশা কারবারি। মদের পাশাপাশি কুখ্যাত এই যুবকটি ব্রাউন সুগার, হেরোইনের ব্যবসা ধর্মনগরে চালিয়ে যাচ্ছে অনায়াসে।

Post a Comment

0 Comments