করোনা ভাইরাস নিয়ে জনগণ কে সচেতন করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিলেন কোরনা ভাইরাস সতর্কতা হিসাবে ধর্মনগর আই এস বি টি, রেল স্টেশন, চুড়াইবাড়ি এবং দামছড়ায় বিশেষ পরিক্ষা নিরিক্ষা করা হবে। বুধবার সন্ধ্যা বেলা জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক র‍্যাভেল হেমেন্দ্র কুমার, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃজগদীশ নমঃ। কোরনা ভাইরাস প্রতিরোধের জন্য উত্তর জেলার প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে তা নিয়ে আলোচনা করা হয়।বহিরাজ্য থেকে যারা রাজ্যে প্রবেশ করেছে তাদের প্রতি বিশেষ নজর রাখা শুরু হয়েছে। চুড়াইবাড়ি গেইট, আই এস বি টি, রেল স্টেশন ও দামছড়ায় বিশেষ মেশিনের মাধ্যমে পরিক্ষা নিরিক্ষা করেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মিছিল মিটিং ,টাউন হল, ইট ভাট্ট প্রভৃতি এলাকা তে যে সব জায়গায় লোক সমাগম বেশি হয়, সেই সব জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। সোপিং মল গুলির উপর নজর রাখা হচ্ছে। ইতি মধ্যেই উত্তর জেলার চিকিৎসকদের আগরতলা থেকে ট্রেনিং করিয়ে আনা হয়েছে। বিভিন্ন অফিসে সেনিটাইজার ব্যবহার করা বাধ্যতা মূলক করা হয়েছে। জ্বর, কাশি ,বুকে ব্যথা, শ্বাস কষ্ট, বিশেষ করে যারা বাইরের লোকেদের সাথে যে কোন ভাবে কানেক্টেড রয়েছে, তাদের গুরুত্ব সহকারে পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে।সাপ্তাহিক বাজার গুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মী সহ আশা কর্মীদেরও সচেতনতা বৃদ্ধির কাজে লাগানো হয়েছে বলে জানান জেলা শাসক র‍্যাভেল হেমেন্দ্র কুমার।

Post a Comment

0 Comments