বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জে এন বি এর এক কট্টর সদস্য কে আটক করল ধর্মনগর থানার পুলিশ।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জে এন বি এর এক কট্টর সদস্য কে আটক করল ধর্মনগর থানার পুলিশ।আজ দুপুর নাগাদ ধর্মনগর থানার পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স এর খবরের উপর ভিক্তি করে ধর্মনগর থানাধিন ইয়াকুবনগর এলাকা থেকে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনের কট্টর সদস্য কে আটক করে। ধৃতের নাম আবদুল মালেক [৩৫] বাংলাদেশের মৌলবিবাজারের বাসিন্দা। জানা গেছে বাংলাদেশের বিভিন্ন থানায় এই ব্যক্তির নামে বিভিন্ন মামলা রয়েছে। বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে উত্তরজেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন আবদুল মালেক বেশ কিছুদিন যাবত উত্তর জেলায় ছিল, ভারতে বিভিন্ন জালি কাগজ পত্র বানিয়ে নিয়েছিল সে। আজ মিলিটারি ইন্টেলিজেন্সের খবরের উপর ভিক্তি করে পুলিশ তাকে আটক করেছে। আবদুল মালেকের কাছ থেকে বিভিন্ন জালি কাগজ পত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃত কে টানা জিজ্ঞাসাবাদ চাল্লাছে পুলিশ, তবে তদন্তের সার্থে পুলিশ এখনও বিস্তারিত কিছু বলতে চাইছে না।

Post a Comment

0 Comments