সীমান্তরক্ষী বাহিনীর ১৬৬ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে ইন্দো-বাংলা সীমান্ত এলাকার মোট বারোটি পঞ্চায়েতে সোলার লাইট প্রদান।

IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- সীমান্তরক্ষী বাহিনীর ১৬৬ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক একশন প্রোগ্রামের মধ্যে দিয়ে ইন্দো-বাংলা সীমান্ত এলাকার মোট বারোটি পঞ্চায়েতে একটি করে সোলার লাইট প্রদান করা হয়। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারোটি সোলার লাইট পঞ্চায়েত প্রধানদের হাতে তুলে দেন সেপেনজুড়ি বিএসএফ ক্যাম্পের সি,ও এস আর বরুয়া। শ্রী বরুয়া জানান, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা শুধু নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত না থেকে সিভিক একশন প্রোগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে। এর পূর্বেও সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যে দিয়ে স্বাস্থ্য শিবির, এলাকার যুবকদের প্রশিক্ষণ এবং রক্তদান শিবিরের মত গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রেখেছে। তাছাড়াও ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন সময় বাংলাদেশীরা গরু সহ বিভিন্ন গৃহপালিত পশু চুরি করে নিয়ে যায় সেই বিষয়ে দীর্ঘসময় আলোচনা করা হয়।

Post a Comment

0 Comments