করুনাতঙ্কে কাবু গোটা দেশ। সর্তকতা জারি ত্রিপুরা মিজোরাম সীমান্তে। অস্থায়ী সময়ের জন্য বন্ধ দশরথ দেব সেতু।

IIW : ওয়েব ডেস্ক :- দেশজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের ছায়া ত্রিপুরা রাজ্যেও। করোনা ভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই রাজ্য সরকার ৩১ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া বাজারে ছিল হাটবার। আর তার প্রাপ্ত মূর্তি সকাল ৬ টা থেকে মিজোরামের কানমুন থানার পুলিশ দশরথ দেব সেতুটি বন্ধ করে দেয় অস্থায়ী সময়ের জন্য। কোনোমতেই ঝুঁকি নিতে নারাজ প্রতিটা রাজ্যই।

Post a Comment

0 Comments