IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- আবারো আসাম পুলিশের জালে ধৃত দুই নাইজেরিয়ান যুবক। তবে এই নিয়ে একাধিকবার ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে গৌহাটি যাবার পথে আসাম চুড়াইবাড়ি থানার হাতের আটক হলো অবৈধ বিদেশিরা। সাধারণ মানুষের মনে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কি করে বার বার রাজধানী আগরতলার বুক চিরে জাতীয় সড়ক হয়ে প্রতিটি থানার নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে অবৈধ বিদেশীরা। অবশ্য তাদের বহিঃরাজ্যে ফেরত পাঠাতে অর্থের বিনিময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নৈশকালীন বাসগুলো। একই ভাবে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ আগরতলা থেকে গৌহাটি গামী স্বপ্না ট্রাভেলসের AS01Jc-8052 নম্বরের একটি বাসে করে দুই নাইজেরিয়ানের যুবক আসাম ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসামের চুড়াইবাড়ি পৌঁছতেই আসাম পুলিশ ওই দুই যুবককে আটক করে। ধৃতদের নাম চিনডু ও কানু কংসলে। পুলিশের রুটিন তল্লাশিতেই তাদের আটক করা হয়। ধৃতদের সঙ্গে বৈধ কোন কাগজপত্র এবং পরিচয় পত্র না থাকার কারণে পুলিশ তাদের আটক করে। পুলিশের কাছে ধৃতরা জানিয়েছে তারা ভারতবর্ষে কাপড় সহ বিভিন্ন সুগন্ধি জাতীয় জিনিসের ব্যবসা করার জন্য এসেছ। তাহলে প্রশ্ন হচ্ছে আফ্রিকার দেশ থেকে কি করে ভিসা, পাসপোর্ট এবং পরিচয়হীন বিদেশীরা ভারতে আসছে? এই বিদেশি নাইজেরিয়ানরা বাংলাদেশ থেকে চোরাই পথে প্রথমে আগরতলা প্রবেশ করছে, তারপর আইএসবিটিতে মোটা টাকার বিনিময়ে বিভিন্ন নৈশকালীন বাসগুলো তাদের গৌহাটি নিয়ে যাচ্ছে। অবশ্য অর্থ খরচ করলে বৈধ কোন প্রমাণপত্র বা পরিচয় পত্রের প্রয়োজন হয় না তা আবারো প্রমাণ হয়ে গেল। এই নিয়ে পরপর আট-দশটি যুবক-যুবতী আগরতলা থেকে নৈশকালীন বাসে করে গৌহাটি যাওয়ার পথে আসাম পুলিশ তাদের আটকা করেছে। আসাম চুড়াইবাড়ি থানার ইনচার্জ মিন্টু শীল জানান, আজ সকালে তাদের বাজারীছড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী সোমবার তাদের করিমগঞ্জ জেলা আদালতে তোলা হবে।
0 Comments