টি পি এস দানা বীজ আলু ক্রয় নিয়ে সরকারী সিদ্ধান্তে কৃষকদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সঞ্চার।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- টি পি এস দানা বীজ আলু ক্রয় নিয়ে সরকারী সিদ্ধান্তে কৃষকদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সঞ্চার। রাজ্যের আধুনিক পদ্ধতিতে যে আলু বীজের জন্য চাষ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য দানা বীজ আলুর চাষ হয় পানিসাগর কৃষি বিভাগের অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে, এই দানা বীজ আলু উৎপাদনের জন্য কৃষকদের কে সরকারী বরাদ্দ অনুযায়ী হেক্টর প্রতি ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। উৎপাদিত আলু বীজ প্রতি কেজি ২৫ টাকা দরে গত ৬ বছর যাবত ক্রয় করে সরকার, রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এবারও কৃষি অধিকর্তাদের সহযোগিতায় যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের কৃষকরা দানাবীজ আলুর চাষ করে। কৃষকদের বক্তব্য, তাদের কে বলা হয় ২৫ টাকা বা তার বেশি দামেই এবার টি পি এস তথা দানাবীজ আলু ক্রয় করবে সরকার। তবে কৃষকরা দাবী রেখেছিল এবার প্রতি কেজি ৩০ টাকা দিতে হবে। বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কৃষকরা প্রতি কেজি ২৫ টাকা করে পেয়ে আসছে, গত বছরও কৃষকরা প্রতি কেজি ২৫ টাকা পেয়েছে। কিন্তু এবার দপ্তর ২৫ টাকা থেকে ১১ টাকা কমিয়ে ১৪ টাকায় নিয়ে আসে। বর্তমানে আলু তোলার মরশুম দরজায় কড়া নাড়ছে, কিন্তু আলু তোলার সময় সরকারী এই সার্কুলারে আলু চাষিদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। সরকারী এই নির্দেশের কথা ছড়িয়ে পড়তেই পানিসাগর কৃষি বিভাগের অধীন যুবরাজনগর এলাকা জুড়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে যুবরাজনগরে এই বিষয় নিয়ে টি পি এস তথা দানাবীজ আলু চাষীরা একটি সভারও আয়োজন করেন। সভায় উপস্থিত আলু চাষিরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
আলুচাষীরা সিদ্ধান্ত গ্রহন করেন সরকার নির্ধারিত এই মুল্যে আলুবীজ ক্রয় করলে তারা বীজ বিক্রি করবে না।যুবরাজনগর এলাকায় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে ১৪ টাকা করে কৃষকরা দানাবীজ আলু বিক্রি করলে তাদের ব্যপক ক্ষতির সম্মুক্ষিন হতে হবে।

Post a Comment

0 Comments