IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ভালোবাসার প্রস্তাব দিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে দু-বছরের সহবাস, এবং চার বছর থেকে নানান অজুহাতে বিবাহ না করে সহবাসের চেষ্টা। ঘটনা ধর্মনগর থানাধীন হাফলং এলাকায়। অবশেষে বিগত ০৫ই মার্চ ২০২০ইং গ্রামবাসীর ডাকা বিচার সভায় বিবাহ না করার কথা জানায় অভিযুক্ত, গ্রামবাসীর পরামর্শে মহিলা থানায় মামলাও করা হয়। ধর্মনগর মহিলা থানার পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। অবশেষে ঘটনার খবর পেয়ে পিড়িতার পরিবারের সাহায্যে এগিয়ে আসেন উওর জেলা আইন সেবা কর্তৃপক্ষের আইন সেবক গোপীকা কান্ত দত্ত। ০৬ই মার্চ ২০২০ইং পিড়িতার পরিবার ও এলাকাবাসীর সাথে দেখা করে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
0 Comments