এস ডি পি ও রাজীব সূত্রধর এর নেতৃত্ব ধর্মনগরের কামেশ্বর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমান হিরোইন।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- একের পর এক নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে উত্তর জেলার পুলিশ, এবার ধর্মনগর থানার অন্তর্গত কামেশ্বর এলাকা থেকে বিপুল পরিমান হিরোইন সহ পুলিশের জালে আটক এক মাদক কারবারি। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন খবরের ভিক্তিতে ধর্মনগর থানাধিন কামেশ্বর এলাকা থেকে আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকার হিরোইন সহ সফর আলী নামে এক মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবত পুলিশের কাছে খবর ছিল ধর্মনগরের কামেশ্বর এলাকায় হিরোইন, ব্রাউন সুগার জাতিয় মাদকের ব্যবসা চালাচ্ছে সফর আলী [৩৩] পিতা স্বর্গীয় সাজীদ আলী। পুলিশ সফর আলির উপর নজড়দারি করছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন খবর আসে অভিযুক্ত এই সফর আলী কামেশ্বর কালী মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে বিপুল পরিমানে হিরোইন নিয়ে আসবে বিক্রির উদ্দেশ্যে। সেই খবর পাওয়া মাত্রই এস ডি পি ও রাজীব সূত্রধর এবং ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় সংশ্লীষ্ট স্থানে এবং ৩ বক্স হিরোইন সহ সফর আলী কে হাতে নাতে আটক করে পরবর্তি সময় সফর আলীর বাড়ি কামেশ্বর ১নং ওয়ার্ডেও অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত নেশা কারবারি সফর আলির বাড়ি থেকেও তল্লাশি চালিয়ে পুলিশ আরও ৩ বক্স হিরোইন উদ্ধার করে, যার আনুমানিক বাজার মুল্য ২০ লক্ষ্য টাকা বলে জানিয়েছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জানিয়েছে এই ধরনের অভিযান জারি থাকবে এবং এই বিষয়ে ধর্মনগর থানায় এন ডি পি এস ধারায় সফর আলীর বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

Post a Comment

0 Comments