শিক্ষকের মৃত্যু বার্ষিকীতে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবির।

IIW : ওয়েব ডেস্ক :- শিক্ষকের মৃত্যু বার্ষিকীতে উনার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বুধবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের মানব দেহতত্ত্ব বিভাগের পক্ষ থেকে ডঃ শান্তনু ঘোষের স্মৃতি চারণার্থে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে মোট ৩৯ জন স্বেচ্ছায় রক্তদান করে।
এর মধ্যে রয়েছে ১৬ জন নারী। নারীরা আজ পিছিয়ে নেই রক্তদানে। উক্ত কার্যক্রমে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, মুখ্য অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্লাবন কুমার দাস।

Post a Comment

0 Comments