IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- জেলার গোয়েন্দা বিভাগের তৎপরতায় আবারো প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ আটক তিন পাচারকারী নাগর। এই নিয়ে পরপর নেশা সামগ্রী আটকে আকাশছোঁয়া সাফল্য পেলো জেলার গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমান নেশা সামগ্রীগুলো আটক করা হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, আজ বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেন নদিয়াপুর স্টেশনে পৌঁছে। তখন আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে জেলার গোয়েন্দা শাখার কর্মীরা এবং জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস বিশাল পুলিশবাহিনী নিয়ে নদিয়াপুর স্টেশন এলাকায় ওত পেতে থাকেন। তখনই ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তিন যুবককে নেশা সামগ্রী সহ আটক করা হয়। মোট কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট, চারশো ঘুমের ট্যাবলেট এবং কুড়ি বোতল এক্স কফ সিরাপ জব্দ করে পুলিশ। এগুলির সঙ্গে থাকা তিন পাচারকারী নাগর হলো কাজল মিয়া (১৯) বাড়ি সোনামুড়া থানা এলাকার বৈরাগীবাজার, কুরশেদ মিয়া(২৯) সোনামুড়া থানাধীন, দূর্গাপুর এলাকা এবং অপর ব্যক্তি প্রাণেশ পাল (৩৯) বাড়ি আগরতলার জগহরি মুড়ায়। ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। আটক নেশা সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।
এদিকে ধৃত ত্রয়ী পাচারকারী এবং নেশা সামগ্রীগুলি চুড়াইবাড়ি থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। আগামীকাল তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে।
এদিকে ধৃত ত্রয়ী পাচারকারী এবং নেশা সামগ্রীগুলি চুড়াইবাড়ি থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। আগামীকাল তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে।
0 Comments