কৈলাসহর মাগূরউলি গ্রাম পঞ্চায়েতের রাজার দিঘীর পাড় এসবি স্কুল থেকে উদ্ধার বন্দুক।

IIW : ওয়েব ডেস্ক :- শুক্রবার গভীর রাতে কৈলাসহর মাগূরউলি গ্রাম পঞ্চায়েতের রাজার দিঘীর পাড় এসবি স্কুল থেকে উদ্ধার বন্দুক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানা যায় এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ারগান। ইরানি থানার পুলিশ বন্দুকটি উদ্ধার করেছে। এই বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments