নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচারের সময় ধৃত সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার দেহরক্ষী।

IIW : ওয়েব ডেস্ক :- হেরোইন সহ গ্রেফতার দুই পুলিশ কনস্টেবল ও এক টিএসআর জওয়ান। তাদের নাম দিলীপ চাকমা, নরোত্তম চাকমা ও সঞ্জীব চাকমা। ধৃত দিলীপ চাকমা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার দেহরক্ষী।
ধৃতদের কাছ থেকে হেরোইন ভর্তি ১৪৮টি প্লাস্টিকের কন্টেনার সহ একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য দশ লক্ষ টাকা। কাঞ্চনপুর বন দপ্তরের সেন্ট্রাল নার্সারি থেকে এই তিন আরক্ষা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্লা দাস। সঙ্গে ছিলেন কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস।

Post a Comment

0 Comments