IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদী নাকা গেইট থেকে গোপন খবরের ভিত্তিতে পুলিশের তৎপরতায় নেশা সামগ্রী গাঁজা উদ্ধার করতে বড় সড় সাফল্য পায় কাঞ্চনপুর মহকুমার এস ডি পি ও বিক্রমজীৎ শুক্লা দাস। এ বিষয়ে এস ডি পি ও বিক্রমজীত শুক্লা দাস জানান ওনার কাছে গোপন সূত্রে খবর আসে জিরানিয়া থেকে প্যাসেঞ্জার গাড়ি করে এক ব্যক্তি গাঁজা নিয়ে কাঞ্চনপুরে আসছে। এই খবরের ভিত্তিতে বড়হলদী নাকা গেইট থেকে প্যাসেঞ্জার গাড়ি তল্লাশি চালিয়ে উদয়রাম রিয়াং নামে এক ব্যক্তির কাছে থেকে ৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন। পরে উদয়রাম রিয়াং কে গাঁজা সহ গ্রেপ্তার করে কাঞ্চনপুর মহকুমা থানায় নিয়ে আসেন।
0 Comments