বিএসএফের ১৬৬ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বজেন্দ্র নগরস্থিত ক্যাম্প এলাকায় সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

IIW : নিজস্ব প্রতিনিধি, কদমতলা :- আজ উত্তর জেলার বিএসএফের ১৬৬ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বজেন্দ্র নগরস্থিত তাদের ক্যাম্প এলাকায় সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ ছিল এলাকার জনগণের জন্য স্বাস্থ্য শিবির সহ সীমান্ত এলাকায় সাধারণ জনগণ ও বিএসএফের মধ্যে ভ্রাতৃত্ব সুলভ আচরণ বজায় থাকা। তাই অনুষ্ঠানের মধ্যে মেডিকেল ক্যাম্প ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়াটারের ডিআইজি রাজিব কুমার দোয়া এবং আসামের করিমগঞ্জ সেপেন জুড়ি হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডার নারায়ণ দাস শর্মা সাথে ছিলেন বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর দাস এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য আধিকারিকরা।
তাদের আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল সীমান্তরক্ষী বাহিনী বন্দুক হাতে শুধু দেশ রক্ষার কাজে ব্যস্ত থাকে না, তারা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও যে জড়িত তা আজ ফুটে ওঠে তাদের কর্ম যজ্ঞের মধ্যে দিয়ে। এভাবে আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি তাদের হাতে রয়েছে বলে জানান ডিআইজি রাজিব দোয়া।

Post a Comment

0 Comments